পাংশায় কলেজ ছাত্রদলের ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় পাংশা সরকারি কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি শামীমুর রহমান শোভন ও সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন।
বক্তব্যে তারা বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। শিশু থেকে বৃদ্ধা—কেউই রেহাই পাচ্ছে না। কিন্তু এসব ঘটনায় বিচারের উদ্যোগ নেই। অপরাধীরা জানে যে তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। তাই তাদের ভয় নেই। আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো ধর্ষক মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে না। প্রতিটি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
–আল আমিন হোসেন, পাংশা
–ON/SMA