প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানোর আশ্বাস দিলেন জেলা প্রশাসক

বরগুনায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নারী নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে নারী শিক্ষার ঝরে পড়া রোধে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
আজ ৯ মার্চ, রবিবার সকাল ১০টায় বরগুনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।
স্মারকলিপিতে নারী নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ ও সমস্যা সমাধানের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক সফিউল আলম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
–সানাউল্লাহ রেজা সাদ, বরগুনা
–ON/SMA