হাইকোর্টের রিট খারিজ, জলঢাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নীলফামারীর জলঢাকায় পরিবেশবিধ্বংসী অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা এলাকায় মেসার্স এ.কে ব্রিকস নামক ইটভাটাটি ধ্বংস করা হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ভাটাটি পর্যবেক্ষণ করে এবং একটি সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে, ২০২৩ সালের ৩০ নভেম্বর, ভাটার মালিকের বিরুদ্ধে Environment Damage Assessment পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, মালিকপক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করলেও হাইকোর্ট তা খারিজ করে দেয়। ফলে, ভাটাটি অবৈধ ঘোষণা করায় জলঢাকা উপজেলা প্রশাসন এটি উচ্ছেদ করে। অভিযান পরিচালনা করেন জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন। অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।
এ বিষয়ে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘উপজেলায় তিনটি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে দুটি ভাটার রিট উচ্চ আদালতে বিচারাধীন। কিন্তু এ.কে ব্রিকস সম্পূর্ণ অবৈধ হওয়ায় এটি গুড়িয়ে দেওয়া হয়েছে।’
–মাজেদুল ইসলাম স্বপন, নীলফামারী
–ON/SMA