
শরীয়তপুরের নড়িয়ায় নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিঝারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন মাল।
রবিবার (৯ মার্চ) বিকাল ৩টায় নিজের বাড়িতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন না, অথচ এখন একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
মোঃ লোকমান হোসেন মাল বলেন, ‘আমি বিঝারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক মেম্বার। বর্তমানে বিঝারী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি ২৫ বছর ধরে এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। এত দীর্ঘসময় দলের দায়িত্ব পালন করেছি, কারণ আমি কখনো কোনো অবৈধ বা অনৈতিক কাজে জড়িত ছিলাম না। কেউ আমাকে খারাপ বলার সুযোগ পায়নি।’
তিনি আরও বলেন, ‘আমি দুইবার মেম্বার ছিলাম। যদি কোনো সালিশ বানিজ্য বা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকতাম, তাহলে জনগণ আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করত না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গে মিলে আমি কখনো চাঁদাবাজি বা মানুষকে হয়রানির মতো কোনো কাজ করিনি।’
বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে বারবার হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির কোনো কর্মসূচি আমি মিস করিনি। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে, মিথ্যা মামলায় জড়িয়েছে। এখন বিএনপির ভালো সময় আসায় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পদ-পদবীর আশায় আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। আমি চাই, যারা আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন পেদা, বিঝারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্কাস ছৈয়ালসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।
–মোঃ জামাল হোসেন, শরীয়তপুর
–ON/SMA