মঠবাড়িয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বারবার দেখতে পাই, দেশে শিশু থেকে বৃদ্ধা—কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তাদের শাস্তির বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। বরং অনেক সময় দেখা যায়, ধর্ষকেরা জামিনে মুক্ত হয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়।’
মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, ‘ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকের মশাল মিছিলে অংশ নিয়েছি। সাম্প্রতিক সব ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থীদের এই আন্দোলন সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশা করছেন, ন্যায়বিচারের দাবিতে এই প্রতিবাদ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
–মোঃ মেহেদী হাসান, মঠবাড়িয়া
–ON/SMA