বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ‘নিসা ব্রিকস’ বন্ধ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘নিসা ব্রিকস’ নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজকের অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ইটভাটাটি সম্পূর্ণভাবে নিভিয়ে দেন।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কামরুন্নাহার তামান্না। এ সময় এয়ারপোর্ট থানার পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। তবে অভিযানের সময় ইটভাটার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্সবিহীন ইট পোড়ানো, জ্বালানি কাঠ ব্যবহার এবং ড্রাম চিমনি স্থাপনের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
–পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
–ON/SMA