কচুয়ায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার দুপুরে এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। অভিযানে সমীর ঘোষের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা, মহসিনের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা এবং বিল্লাল হোসেনের মুদি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, সাচার ইউনিয়নের ভূমি কর্মকর্তা ইমাম হোসেন ও সাচার বাজার কমিটির সেক্রেটারি জিয়া উদ্দিন মজুমদারসহ অনেকে।
–মোঃ মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA