মাদারীপুরে বালু ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ: দুই ভাইসহ নিহত ৩

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে অবৈধ বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন- খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫) এবং একই এলাকার পলাশ সরদার (১৭)। সংঘর্ষে আরও অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়িয়াল খা নদে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মোহাম্মদ শাহজাহান খান ও সাইফুল সরদারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল সরদার ও তার ছোট ভাই অলিল সরদার। সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পলাশ সরদারের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
–ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
–ON/SMA