মঠবাড়িয়ায় গৃহহীন সাত্তার খানের জন্য নতুন ঘর, সহায়তায় তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীন ব্যক্তিকে নতুন ঘর প্রদান করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মাহবাবুর রহমান জানান, সাত্তার খান পরিবার নিয়ে প্রায় ১০ বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি তারেক রহমান ও এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন সকাল ১১টায় মঠবাড়িয়া পৌরসভার সকল প্রকার টোল ও খাজনা মওকুফের জন্য সরকার নির্ধারিত দরপত্র জমা দেন এ আর মামুন খান। তিনি বলেন, ‘জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে পৌরসভার খাজনা পরিশোধের উদ্যোগ নিয়েছি এবং আশা করি সকল রাজনৈতিক নেতা এতে সহযোগিতা করবেন।’
এর আগে সকাল ১০টায় কাতার প্যালেস সরকারি কলেজ রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন এ আর মামুন খান। সম্প্রতি দুই প্রবাসীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানগুলোতে যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিল্টন, তাহসিন জামান রুমেল, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহবাবুর রহমানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
–মঠবাড়িয়া প্রতিনিধি
–ON/SMA