বরিশাল খাল পুনরুদ্ধার অভিযান: এক মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ নির্দেশ

বরিশাল খালের অন্তর্গত ডাসার উপজেলার অংশে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে অবৈধ স্থাপনা সরাতে হবে, অন্যথায় ঈদের পর বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।
শুক্রবার (৭ মার্চ) সকাল ৯টায় মাদারীপুরের ডাসার উপজেলার সনমন্দী, ধুলগ্রাম ও পাথুরিয়ারপার বাজার এলাকায় বরিশাল খালের অংশে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল থেকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমন্দী পর্যন্ত খাল পরিষ্কার করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাল দখল করে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, তাদের আগামী এক মাসের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ঈদের পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা জানান, বরিশাল খালের ডাসার অংশে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে ময়লা আবর্জনা জমে খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না। খাল পরিষ্কার হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম আলী আকন বলেন, ‘মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপার পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির অভাবে অস্তিত্ব সংকটে পড়েছিল। স্থানীয় প্রভাবশালীরা খালের দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, যা ভাড়া দিয়ে ব্যবহার করা হচ্ছে। ফলে ব্যবসায়ীদের ফেলা ময়লা আবর্জনা ও কচুরিপানার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির উপদ্রব বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।’
এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন বলেন, ‘খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসতে হবে। প্রশাসনের একার পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এলাকাবাসীকে খাল দখল মুক্ত রাখতে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পবিত্র রমজান উপলক্ষে এক মাস সময় দেওয়া হয়েছে। ঈদের পর খালের ওপর থাকা অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে, অন্যথায় বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে। কেউ রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সুপারিশ করানোর চেষ্টা করবেন না—এটাই আমার অনুরোধ।’
–মাদারীপুর প্রতিনিধি
–ON/SMA