কচুয়ার মাঝিগাছায় গ্যারেজ থেকে দুটি সিএনজি চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের একটি গ্যারেজ থেকে দুটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বুড়ুঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন ও মাঝিগাছা গ্রামের বাসিন্দা আলী আক্কাস প্রতিদিনের মতো বৃহস্পতিবার ইফতারের আগে তাদের সিএনজি দুটি মিয়াজী ওয়াকর্সপ নামের একটি গ্যারেজে রেখে যান। তবে রাতে অজ্ঞাতনামা চোরচক্র গ্যারেজের সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তালা কেটে দুটি সিএনজি চুরি করে নিয়ে যায়।
সিএনজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সেলিম হোসেন ও আলী আক্কাস। তারা জানান, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে সিএনজি দুটি কেনা হয়েছিল। এই সিএনজি চালিয়ে তারা পরিবারের জীবিকা নির্বাহ করতেন। চুরির ফলে এখন তারা চরম সংকটে পড়েছেন।
গ্যারেজ মালিক আরজু মিয়াজী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেলিম ও আক্কাস খুবই নিরীহ লোক। যারা এই চুরির সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA