আওয়ামী ওলামা লীগ ছেড়ে বিএনপিতে যোগ, যুগ্ম আহ্বায়ক হলেন নেওয়ামত উল্লাহ

ঝালকাঠি জেলার আওয়ামী ওলামা লীগের সাবেক সদস্য সচিব ক্বারী মো. নেওয়ামত উল্লাহ্ আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১০১ সদস্যের ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেনের স্বাক্ষরে ঝালকাঠি জেলা ওলামা দলের নতুন কমিটি অনুমোদন করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নেওয়ামত উল্লাহ্ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহারসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পর আওয়ামী লীগ ক্ষমতা হারালে তিনি খোলস পাল্টে বিএনপিতে যোগ দেন এবং দল বদলের পরপরই ওলামা দলের জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়ে যান।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে, টাকার বিনিময়ে তিনি এ পদ পেয়েছেন। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এক সময়ের প্রতিপক্ষের পদ লাভে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে নেওয়ামত উল্লাহ্ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান নোমানী ঝালকাঠিতে উপযুক্ত লোক না পাওয়ায় আমাকে মৌখিকভাবে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন। প্রচারের জন্য আমার পোস্টার, ব্যানার ও ফেস্টুন ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে টাঙিয়ে দেন।’
এদিকে, ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, ‘আওয়ামী ওলামা লীগের সঙ্গে তার সম্পর্ক থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। কমিটি ঘোষণার পর এ তথ্য জানতে পারি। এ নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA