প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটফুল

চাঁদপুরের কচুয়ায় রাস্তার দু’পাশসহ গ্রামীণ প্রকৃতিতে ফুটে উঠেছে নয়নাভিরাম ভাটফুল। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটে থাকা এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। তবে ক্রমশ বিলুপ্তির পথে ভাটগাছ, যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় হুমকি সৃষ্টি করতে পারে।
উপজেলার কচুয়া-সাচার সড়কসহ বিভিন্ন অঞ্চলে সরেজমিনে দেখা গেছে, অনাদর-অবহেলায় বেড়ে ওঠা গুল্মজাতীয় উদ্ভিদ ভাটফুল ফুটে আছে থোকায় থোকায়। রাস্তার দু’পাশ, খাল-দিঘি ও জলাশয়ের পাড়জুড়ে এ ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। প্রকৃতির এই শোভা উপভোগ করছেন পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও এ ফুল হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
ভাটফুল দেখতে সাদার মধ্যে হালকা বেগুনি রঙের, পাঁচটি পাপড়িযুক্ত এবং রাতে এর গন্ধ তীব্র হয়ে ওঠে। অঞ্চলভেদে একে বনজুঁই, ঘেটু ফুল, ভাইটা ফুল ও ঘণ্টাকর্ণ নামেও ডাকা হয়, তবে ‘ভাটফুল’ নামেই এটি সর্বাধিক পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘ভাট ফুল ফুটলেই বোঝা যায় বসন্ত এসে গেছে।’ শীত শেষে ভাটফুল ফুটলে প্রকৃতিতে সতেজতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। রাস্তার পাশ দিয়ে চলতে গেলে ভাটফুলের শোভা উপভোগ করা যায়, যা গ্রামীণ পরিবেশে এক অনন্য সৌন্দর্য যোগ করে।
ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়ার আহমেদ ও জীববিদ্যা বিভাগের প্রদর্শক বিধান চন্দ্র সরকার জানান, ‘সব ফুলই মানুষকে আকৃষ্ট করে, তবে বসন্তের শুরুতে ভাটফুল প্রকৃতিতে রাজত্ব করে। দিন দিন গ্রামীণ প্রকৃতি থেকে ভাটগাছের সংখ্যা কমে যাচ্ছে, যা পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। এই গাছ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।’
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA