শেরপুরে জমি বিরোধে হামলা, ভাংচুর, ৫ জন আহত

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাংচুর ও ৫ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলেছে, যার ফলে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনা ৩ মার্চ সোমবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭নং চর গ্রামে ঘটে।
মগরিব মিয়া নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, তার পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একদল লোক জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। তিনি জানিয়েছেন, জমি দখলের উদ্দেশ্যে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা মগরিব মিয়া, তার স্ত্রী ও অন্য পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে এবং বাড়ি-ঘর ভাংচুর করে।
হামলায় আহত হন মগরিব মিয়া, ছাবিনা আক্তার, রোমন মিয়া, এমাজ আলী ও মামুন মিয়া। তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা প্রায় ৭ ভরি স্বর্ণ, তিন লাখ টাকার সরিষা এবং ২৫ মন শুকনা মরিচ নিয়ে যায়।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মগরিব মিয়া। অভিযোগে ১৭ জন আসামি এবং অজ্ঞাত ১০-১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ভুক্তভোগী মির্জা মিয়া বলেন, ‘আমরা বাড়িঘরে আতঙ্কিত আছি। তারা আবার যেকোন সময় আমাদের ওপর হামলা চালাতে পারে। আমরা নরম নিরীহ মানুষ।’ একই রকম মন্তব্য করেছেন ভুক্তভোগী নারগিস ও মজনু মিয়া। তারা জানান, হামলার ফলে তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA