বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

রিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজকের অভিযানে ‘রাজ ব্রিকস’ নামক একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ইটভাটাটি পানি দিয়ে ভিজিয়ে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব কামরুন্নাহার তামান্না। অভিযানে এয়ারপোর্ট থানার পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স ছাড়া ইট পোড়ানো, জ্বালানি কাঠ ব্যবহার এবং ড্রাম চিমনি স্থাপনসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাবুগঞ্জে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
–ON/SMA