সেহরি রান্নার সময় আগুন, কালুখালীতে ছাগলসহ ঘর পুড়ে ছাই

রাজবাড়ীর কালুখালীতে সেহরি রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গবাদি পশুর ঘরসহ বেশ কিছু সম্পদের ক্ষতি হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গড়িয়ানা গ্রামের জিরু মন্ডলের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিরু মন্ডলের বাড়ির গৃহবধূ সেহরি রান্নার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন রান্নাঘর থেকে পাশের গরু রাখার ঘরে ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘর ও গবাদি পশুর ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং চারটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA