বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বানারীপাড়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়জিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক নিলয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, ছাত্রনেতা সাব্বির হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের উদ্বুদ্ধকরণ ও স্বচ্ছ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটার নিবন্ধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়জিদুর রহমান বলেন, ‘ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা চাই প্রতিটি নাগরিক দায়িত্বশীলভাবে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করুক।’
–মো. সাব্বির হোসেন, বানারীপাড়া
–ON/SMA