কচুয়ায় ভূঁইয়ারা যুব সমাজের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল

চাঁদপুরের কচুয়ায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষায় ভূঁইয়ারা যুব সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেনের নেতৃত্বে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানবসেবা ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা রমজান মাসে দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। তারা বলেন, ‘ঐক্যবদ্ধভাবে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করলে এর সম্মান অটুট থাকবে।’
উক্ত র্যালি ও আলোচনা সভায় মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ফজলুর রহমান, আবুল কালাম সরকার, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, সদস্য জাবের আহমেদ, লোকমান হোসেন, সাকিব হোসেন, শাওন, হৃদয়, রিয়াদ, শেখ ফরিদ, আব্দুর রহিম ও মেহেদীসহ এলাকার মুসল্লি ও ওলামা মাশায়েখরা অংশগ্রহণ করেন।
– মো: মাসুদ মিয়া, কচুয়ায়
–