নাগেশ্বরীতে জাতীয় ভোটার দিবস উদযাপন: র্যালি ও সভায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২ মার্চ উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটাররা অংশ নেন। ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং জনগণকে ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা আমীরে জামায়াতে ইসলাম মাওলানা মো. আ. মান্নান এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যা সচেতন ও দায়িত্বশীল ভোটার ছাড়া সম্ভব নয়। তারা আরও বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা সংরক্ষণ ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা উন্নত হওয়ায় তথ্য সংরক্ষণ সহজ হয়েছে। এ বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, ‘ভোটার সচেতনতা বাড়াতে এবং সঠিক ভোটার তালিকা তৈরিতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র সুসংহত করতে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা জরুরি।’
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া বলেন, ‘নতুন ভোটারদের তালিকাভুক্তির পাশাপাশি সবাইকে সঠিক তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে সচেতন হতে হবে।’
সভায় বক্তারা নাগরিকদের যথাযথভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, ভোটাধিকার প্রয়োগ করা এবং গণতন্ত্রকে সুসংহত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই ভোটার সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA