রায়পুরায় ‘দান’ সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীর রায়পুরায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দান’-এর উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মহেষপুর ইউনিয়নে ভ্যানে করে উপকারভোগীদের বাড়িতে এসব সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, রমজানের শুরুতেই দরিদ্র পরিবারের জন্য উপহার হিসেবে চাল, ডাল, চিনি, মুড়ি, খেজুর, ওরস্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘দান’ সংগঠনের সদস্য আতাউর রহমান বলেন, ‘সবাই নিজ নিজ এলাকায় এতিম, অসহায় ও নিম্ন আয়ের পরিবারকে সাহায্য করুন—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। মানুষের সেবায় স্বেচ্ছায় ঐক্যবদ্ধ হয়ে আমরা মানবতার কাজে নিয়োজিত রয়েছি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও মানবতার কাজে সবার সহযোগিতায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করছি।’
–হারুনুর রশিদ, রায়পুরা
–ON/SMA