কাঁঠালিয়ায় জমি দখলে বাধা, তিনজনকে কুপিয়ে জখম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি দখল নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন—সোহরাব হাওলাদার (৫০), নুরুল ইসলাম (৩৫) ও আউয়াল হাওলাদার (৩০)।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, সোহরাব হাওলাদারদের সঙ্গে আবুবকরদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে, যা ঝালকাঠি আদালতে মামলাধীন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আবুবকররা কোনো সালিশ মানেননি। শুক্রবার রাতে তারা বিরোধপূর্ণ ধানের জমির মাটি কেটে দখল করে নেয়।
শনিবার সকালে বিষয়টি জানতে পেরে সোহরাব হাওলাদার ও তার স্বজনরা প্রতিবাদ করলে আবুবকর, আব্দুর রহমান, আব্দুল আলিম, নজরুল ইসলাম, রফিক হাওলাদার, সামসুল হক, রেক্সোনা, জয়নব, রেহেনা, মরজিনা, সালামসহ আরও অনেকে লাঠিসোঁটা, দা ও অন্যান্য অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সোহরাবসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ইসলাম ও আউয়াল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত সোহরাব হাওলাদারের মেয়ে মোসা. তানিয়া আক্তার বলেন, ‘বাবার ২৫ শতাংশ জমি নিয়ে দুই বছর ধরে ঝামেলা চলছে। একাধিক সালিশ বৈঠক হলেও আবুবকররা কোনো সিদ্ধান্ত মানেনি। জমির দলিল আমাদের থাকলেও তারা আদালতে মামলা করেছে এবং এখন জোরপূর্বক দখল নিচ্ছে। প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় সম্ভব হয়নি। কাঁঠালিয়া থানার ওসি মাং চেনলা জানান, ‘ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’
–মো. নাঈম হাসান ঈমন, কাঁঠালিয়া
–ON/SMA