কচুয়া প্রেসক্লাবের সংবর্ধনায় প্রবাসী সাংবাদিক এমরান তালুকদার

নিউজ টুয়েন্টিফোর মালদ্বীপের প্রতিনিধি ও কচুয়ার কৃতি সন্তান সাংবাদিক এমরান তালুকদারকে সংবর্ধনা দিয়েছে কচুয়া প্রেসক্লাব। শনিবার দুপুরে কচুয়ার রাজমহল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম সাইফুল মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক প্রধান ও সাংবাদিক আলমগীর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহসান হাবীব সুমন, শাহাদাত হোসেন, মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব, ওমর ফারুক সাইম, বিল্লাল মাসুম, জাবেদ হোসেন, ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
—মো: মাসুদ মিয়া, কচুয়ার
–ON/SMA