শেরপুর সীমান্তে ভারতীয় গরু, মদ, চিনি ও সানগ্লাসসহ ২ চোরাকারবারি আটক

শেরপুর সীমান্তে ২ চোরাকারবারি আটক, উদ্ধার হয়েছে ভারতীয় গরু, মদ, চিনি, সানগ্লাস
শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধীনে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিওপি সীমান্তে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাসসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুটি পৃথক অভিযানে এসব চোরাই পণ্য আটক করা হয়। অভিযানে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী এবং শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় উদ্ধার করা হয় ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১,১৫২ পিস সানগ্লাস। এসব মালামালের মোট মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা।
তিনি আরও জানান, বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA