লক্ষ্মীপুরে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে মাহে রমজান উপলক্ষে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাশআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব জহির রায়হানের ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাশআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব জহির রায়হান, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক ও মো. শাহাবুদ্দিন প্রমুখ।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ, নুরনবী, ফয়েজা বেগম ও রেহানা আক্তার জানান, ‘প্রতিবছরই রমজানে জহির রায়হানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে থাকি। এবারও পেয়েছি। এছাড়া গত বন্যায় তার দেওয়া খাদ্যসামগ্রীও ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।’
আলহাজ্ব জহির রায়হান বলেন, ‘আমি চেষ্টা করি গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে। সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতেও যেন মানুষের সেবা করতে পারি।’
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘জহির রায়হান এ অঞ্চলের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন জহির রায়হানের উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। গত কয়েক বছরে অসহায় মানুষের ঘর নির্মাণে প্রায় ১ হাজার ২০০ বান ঢেউটিন বিতরণ করেছি। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার ব্যবস্থা করা হচ্ছে।’
–আব্দুল্লাহ আল ফয়সাল, লক্ষ্মীপুর
–ON/SMA