অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা

বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ইটভাটাটি জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে এবং কাঠ জ্বালানি ব্যবহার করে পরিবেশ বিধি লঙ্ঘন করছে বলে নিশ্চিত হওয়া যায়।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” অনুযায়ী ইটভাটাটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
–মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
–ON/SMA