ফাতেমা আইডিয়াল একাডেমীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কচুয়া উপজেলার পালাখাল গ্রামে অবস্থিত ফাতেমা আইডিয়াল একাডেমীতে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমির মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে এবং একাডেমির প্রধান শিক্ষক কবির হোসেন মাস্টারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন স্বপন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, একাডেমির পরিচালক ও সমাজসেবক মো. মাহবুব আলম, সাংবাদিক মাসুদ রানা, সমাজসেবক সেলিম পাটোয়ারীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA