নড়িয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মেলন, প্রধান অতিথি আল্লামা হাবিবউল্লাহ মিয়াজি

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হযরত মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রঃ) প্রতিষ্ঠিত এই সম্মেলন বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নড়িয়া পৌরসভার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খান, এবং সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ জামিল সঞ্চালনা করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা হাবিবউল্লাহ মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রোকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মাওলানা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুফতি আকরাব হোসাইন, শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী মুফতি মাহমুদুল হাসান (হাসান হুজুর)।
বক্তব্যে প্রধান অতিথি ও প্রধান বক্তা:
প্রধান অতিথি আল্লামা হাবিবউল্লাহ মিয়াজি তার বক্তব্যে বলেন, ‘আপনারা বিগত দিনে আওয়ামী লীগের সরকার, বিএনপির সরকার, জাতীয় পার্টির সরকার দেখেছেন। এখন আপনাদের কাছে অনুরোধ করছি, ইসলামী দলকে সুযোগ দিন, আমরা কোনো দুর্নীতি করবো না, সন্ত্রাসী হবো না, চাঁদাবাজি করবো না, আমরা আল্লাহকে ভয় করে চলি, ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে বিজয় করলে দেশের উন্নয়ন হবে।’
এছাড়া, প্রধান বক্তা মুফতি মাহমুদুল হাসান বলেন, ‘আমি নড়িয়া সখিপুর দুই আসনের এমপি প্রার্থী। আপনাদের দোয়া নিয়ে আমি মাঠে আছি, আপনারা আমাকে মহান আল্লাহর উপর ভরসা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি নড়িয়া সখিপুরের ব্যাপক উন্নয়ন করবো।’
–মোঃ জামাল হোসেন, নড়িয়া
–ON/SMA