কচুয়ায় পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী।
অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ মো. সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ ও সহকারী মৌলভী আব্দুল কুদ্দস খান বক্তব্য রাখেন। এছাড়া, মাদ্রাসার সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই, সমাজসেবক নুরু মোল্লা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম ভূঁইয়া।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA