নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিএনপির বিক্ষোভ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন, ‘বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে সরকারকে কঠোর সমালোচনা করেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উপস্থিত নেতৃবৃন্দ:
- আলহাজ্ব সফিউল আলম সফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- মো. আবুল কাসেম সরকার, সাবেক সহ-সভাপতি, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- মো. মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- মো. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- ইঞ্জি. আব্দুল মোমেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- একেএম আশরাফ হোসেন আপেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
- মো. ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিএনপির এই আন্দোলন নাগেশ্বরী উপজেলার সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ থাকায়, এই কর্মসূচির ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে, তা এখন দেখার বিষয়।
—জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA