নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের সুবিদপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সুবিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯টায় নলছিটি উপজেলার তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত বক্তারা
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
- ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. আবু মুসা সরদার
- ইসলামী আন্দোলন সুবিদপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম মাওলা
- ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের দাওয়াহ ও প্রচার সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল
- ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মনিরুজ্জামান
- ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ অলিউল্লাহ বায়েজীদ
- শ্রমিক আন্দোলন সুবিদপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবুল কালাম খান
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী বলেন, ‘ইসলাম ছাড়া কোনো আদর্শিক রাজনীতি দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে না। তাই আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’
নতুন কমিটি ঘোষণা ও সম্মাননা প্রদান
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিতদের শপথ পাঠ করানো হয়। পাশাপাশি, সংগঠনের সাবেক সভাপতি ও দায়িত্বশীলদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
–মুহাম্মাদ ইব্রাহিম খলিল, নলছিটি
–ON/SMA