শেরপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত, এলাকায় উত্তেজনা

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণ
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার একটি মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সোহাগ আলম ও রুহুল আমিন।
শেরপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন এবং নিহতের স্বজন ছাত্রদল কর্মী রমজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজনৈতিক দ্বন্দ্ব ও হামলার পরিকল্পনা
নিহত জাকারিয়া বাদলের স্বজন রমজান আলী জানান, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে বাদলের দীর্ঘদিনের বিরোধ ছিল। জেলা বিএনপির বিভক্তি তাঁদের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এছাড়া, স্থানীয় কৃষক লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলমের সঙ্গেও বাদলের রাজনৈতিক বৈরিতা ছিল।
রমজান আলী আরও বলেন, ‘বাদলকে দমন করতে লুৎফর রহমান সম্প্রতি শেরপুর জেলা কারাগারে বন্দি থাকা নূরে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাঁরা এলাকায় আধিপত্য বিস্তারসহ ইউপি নির্বাচন নিয়ে পরিকল্পনা করেন।’
মঙ্গলবার বিকেলে বাদলসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। পথে ওত পেতে থাকা লুৎফর রহমান ও নূরে আলমের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়, এতে তাঁরা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য
একজন সাবেক বিএনপি নেতা, নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে লুৎফর রহমান ও জাকারিয়া বাদলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। লুৎফরের অনুসারীরা নূরে আলমের লোকজনের সঙ্গে মিলে বাদলের ওপর হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা লুৎফর রহমান। তিনি বলেন, ‘বাদল আমার দলেরই নেতা। আমি কেন তাঁর ওপর হামলা করব? তাঁর অনেক শত্রু ছিল, তাদের কেউ হয়তো হামলা চালিয়েছে।’
পুলিশের অবস্থান
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA