নড়িয়ায় অসম্পূর্ণ বেরীবাঁধ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

পদ্মার ডানতীর ও বামতীর রক্ষার দাবিতে ডুবন্ত বালুচর অপসারণ এবং মাঝীরঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত অসম্পূর্ণ বেরীবাঁধ সম্পন্ন করার দাবিতে নড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় কেদারপুর ইউনিয়নের সাধুর বাজার নদীর পাড়ে স্থানীয় জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
বর্ষার আগে বেরীবাঁধের কাজ শেষ করার অনুরোধ
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা বলেন, ‘পদ্মার ডানতীর রক্ষা বাঁধের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বর্ষার আগে এই কাজ শেষ করা না হলে, ইতোমধ্যে যা করা হয়েছে তা নদীতে বিলীন হয়ে যাবে।’
এছাড়াও, চরাত্রা ও নওপাড়ার কাছে থাকা ডুবন্ত বালুচর দ্রুত অপসারণের দাবি জানান তারা। তাদের আশঙ্কা, এই বালুচর সরানো না হলে বর্ষার পানির প্রবল স্রোত বেরীবাঁধে আঘাত হানবে, ফলে বাঁধ টিকবে না।
নদীভাঙনের আতঙ্কে স্থানীয়রা
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুর রহিম বলেন, ‘মূলফৎগঞ্জ এলাকায় নদীভাঙনের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। তবে, বর্ষার আগে ডুবন্ত বালুচর সরানো না হলে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।’
স্থানীয় গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘আমার বাড়ি নদীর কাছেই। ভয় হয়, আবার যেন ভাঙন না হয়। বাকি কাজগুলো দ্রুত শেষ করা হোক।’
৭০ বছর বয়সী হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা আর ভাঙন দেখতে চাই না। আগের ভাঙনে আমাদের বহু ঘরবাড়ি নদীতে চলে গেছে। আবার যদি ভাঙন শুরু হয়, তাহলে আর রক্ষা নেই।’
জনগণের দাবি: জরুরি পদক্ষেপ গ্রহণ করুন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্ষার আগে যেন বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হয়। অন্যথায়, পুরো প্রকল্পই ব্যর্থ হবে এবং নতুন করে নদীভাঙনের শিকার হবে এলাকার মানুষ।
–মোঃ জামাল হোসেন, নড়িয়া
–ON/SMA