মাদ্রাসার জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলঘর রাজাপুর গ্রামে একটি এতিমখানার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা কর্মচারী মহিউদ্দিন রিপন।
সরেজমিনে জানা যায়, উক্ত সম্পত্তি স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানার কাজে ব্যবহৃত হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহেব্বুল্লাহ্ জানান, প্রায় ২০ বছর আগে পার্শ্ববর্তী লাওকোরা গোয়ালবাড়ি গ্রামের শফিকুর রহমান মাদ্রাসার পূর্ব পাশে বাড়ি করেন। তখন তাদের চলাচলের জন্য তিনি নিজের পুকুরের উত্তর পাশ দিয়ে অস্থায়ীভাবে যাতায়াতের অনুমতি দেন। পরে আরও কয়েকটি বাড়ি হওয়ায় সেখানকার বাসিন্দারাও একই পথ ব্যবহার শুরু করেন।
সম্প্রতি ওই এলাকার কিছু বাসিন্দা স্থায়ী রাস্তার দাবি জানালে, গত নভেম্বর মাসে এক সভায় মাদ্রাসার উত্তর পাশ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে আলোচনা হয়। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তরা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মহিউদ্দিন রিপনসহ কয়েকজন বহিরাগত ব্যক্তিকে নিয়ে মাদ্রাসার মালিকানাধীন জমিতে বাঁশের খুঁটি বসিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাওলানা মোহেব্বুল্লাহ্ বলেন, ‘আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু অভিযুক্তরা এখনো আমাদের কথা মানছেন না। আমি এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই।’
অভিযুক্ত মহিউদ্দিন রিপন জানান, ‘হুজুর আমাদের এখানে বাড়ি করতে সহযোগিতা করেছেন। আমরাও একটি সুষ্ঠু সমাধান চাই। আমাদের বাড়ির মানুষের চলাচলের জন্য নির্ধারিত কোনো রাস্তা নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমনটি করেছি।’
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
–মোঃ আব্দুর রহমান সানি, হাজীগঞ্জ
–ON/SMA