কাপাসিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৭ জন, রচনা প্রতিযোগিতায় ৫৭ জন এবং বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনাবোধ জাগ্রত করার পাশাপাশি সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাধারার বিকাশ ঘটানো হয়েছে বলে আয়োজকরা জানান।
–সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর)
–ON/SMA