মালয়েশিয়ায় দুর্ঘটনায় কচুয়ার ইব্রাহিম নিহত, লাশ দ্রুত ফেরত চায় পরিবার

মালয়েশিয়া নিহত ইব্রাহিমের বাড়িতে চলছে শোকের মাতম,ইনসেটে ইব্রাহিম খলিল।
মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে মালয়েশিয়ার জোহরবারুই শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিল ২০১৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান এবং সেখানকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সোমবার কর্মস্থলে কাজ শেষ করে পুনরায় কাজে যোগ দিতে গেলে আকস্মিকভাবে একটি লোহার ক্রেন ছুটে পড়ে তার ওপর। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইব্রাহিমের মৃত্যুর খবর মালয়েশিয়ায় অবস্থানরত তার ভাই ফারুক ও শরীফ হোসেন মুঠোফোনে পরিবারের কাছে পৌঁছালে বাড়িতে শোকের মাতম শুরু হয়। নিহতের মা শামসুন নাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমি আমার ছেলের লাশ দেশে দেখতে চাই।’
নিহত ইব্রাহিমের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ইব্রাহিম খলিলের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হয়েছে এবং পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
–মো. মাসুদ মিয়া, চাঁদপুর
–ON/SMA