ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সচেতনতা জরুরি: মাধ্যমিক অফিসার

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদরাসায় ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নবাগত শিক্ষার্থীদের বরণ, দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিমলা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোছাঃ আফরোজা বেগম। মাদরাসার সম্মানিত সুপারিনটেনডেন্ট জনাব মাওলানা মোঃ তহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব মোঃ আজিনুর রহমানের সঞ্চালনায় দুপুর সাড়ে ১২টায় মূল কার্যক্রম শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর উদ্বোধনী বক্তব্য দেন মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ-নাত, ইসলামী সংগীত পরিবেশন করে এবং বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক জনাব মোঃ জিয়াউর রহমান। অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।
প্রধান অতিথি জনাব মোছাঃ আফরোজা বেগম তার বক্তব্যে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা ও ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।’
এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয় এবং ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভাপতিকে শিক্ষার্থীরা সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিশেষে আকাশকুড়ি মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোঃ আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।
–মোঃ আজিনুর রহমান, ডিমলা
–ON/SMA