নাগেশ্বরীতে জাতীয় শহিদ সেনা দিবস ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

জাতীয় শহিদ সেনা দিবস এবং জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ। শহিদ সেনাদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘এদিন আমরা সেই বীর সেনাদের স্মরণ করি, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’ পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রেজাউল করিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি এবং অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘শহিদ সেনারা আমাদের গর্ব, তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, ‘দেশের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
একই দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষেও পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই র্যালি ও আলোচনা সভা শহিদ সেনাদের আত্মত্যাগের মর্যাদা ও স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
–জাহিদ খান, নাগেশ্বরী
–ON/SMA