রাজারহাট বাজারে মোবাইল কোর্ট, নিষিদ্ধ পলিথিনে জরিমানা ৩২ হাজার টাকা

কুড়িগ্রাম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: কুড়িগ্রামের রাজারহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি দোকান থেকে আনুমানিক ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীদের মোট ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের কর্মকর্তারা জানান, ‘পরিবেশ রক্ষা ও সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ পাশাপাশি জনসাধারণকে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানের ফলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অধিকাংশ মানুষ পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA