রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নরসিংদীর রায়পুরার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মির্জাপুর ইউনিয়নের বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
সকাল ৯টায় বেলুন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, আম কুড়ানো, মোরগ লড়াইসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়া। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির, মো. আতাউর রহমান, মো. ফরিদ উদ্দিন মেম্বার, কৃষ্ণ চন্দ্র সরকার, বাবু চন্দন কুমার পাল, আমির হোসেন, মো. আউয়াল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, মো. মোস্তাফা কামাল, শাজাহান মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান, মো. নাসির উদ্দীন, আব্দুল বাছেদ মিয়া প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুস্তম।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শত শত দর্শনার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজন শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
–হারুনূর রশিদ, নরসিংদী
–ON/SMA