চিলাহাটি রেলস্টেশনের পরিত্যক্ত ভবনের ইট খুলছেন বুকিং সহকারী!

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত ভবনের ইট লেবার দিয়ে খুলিয়ে নিচ্ছেন স্টেশনের বুকিং সহকারী নাসির উদ্দিন সাগর।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি রেলওয়ে স্টেশনের পেছনে থাকা একটি পরিত্যক্ত ভবনের ইট খুলতে লেবার নিয়োগ করেছেন বুকিং সহকারী সাগর। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে তিনি তাদের ওপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে বুকিং সহকারী নাসির উদ্দিন সাগর বলেন, ‘আমি সরকারি লোক, সরকারি ইট খুলছি— তাতে কারো কী?’ তিনি আরও দাবি করেন, ‘আমি ৫-৭ বছর ধরে এখানে আছি, মোবাইলে আলোচনা করেই ইট খুলছি।’
তবে, সরকারি ভবন ভাঙতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও চিঠি প্রয়োজন হয়। বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিলাহাটি ইউনিট ইনচার্জ এএসআই সেলিম মোল্লাকে জানানো হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পার্বতীপুর আইডব্লিউ রাজা আলী শেখ বলেন, ‘দুপুর বারোটার সময় চিলাহাটি বুকিং সহকারী সাগর আমাকে বলেছেন, ইটগুলো সবাই খুলে নিয়ে যাচ্ছে, তাই আমি এগুলো ভেঙে নিজের আয়ত্তে রাখছি।’
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সরকারি ভবন ভাঙার দায়িত্ব কি বুকিং সহকারীর? নাকি এটি দেখার দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর?
–-রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA