পাংশায় ৬টি অবৈধ ইটভাটা ভাঙচুর, ৮.৭৫ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযানে ৬টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভাটার মালিকদের মোট ৮,৭৫,০০০/- (আট লাখ পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী-এর নেতৃত্বে এবং রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ-এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন।
যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়:
১. জে.এস.বি ব্রিকস (স্বত্বাধিকারী: সুজন মল্লিক, চরঝিকড়ী) – ৭৫,০০০/- টাকা জরিমানা
২. এস.কে.বি ব্রিকস (স্বত্বাধিকারী: মোঃ আরিফ, চরপাড়া, হাবাসপুর) – ৫০,০০০/- টাকা জরিমানা
৩. ডব্লিউ.আই.জেড ব্রিকস (স্বত্বাধিকারী: মোঃ ইদ্রিস আলী মন্ডল, পারভেল্লাবাড়িয়া) – ২,০০,০০০/- টাকা জরিমানা
৪. এম অ্যান্ড বি ব্রিকস (ব্যবস্থাপক: চয়ন উদ্দিন, পারভেল্লাবাড়িয়া) – ১,৫০,০০০/- টাকা জরিমানা
৫. আর অ্যান্ড বি ব্রিকস (ব্যবস্থাপক: পংকজ কুমার সাহা, হাজারাপাড়া, বাবুপাড়া) – ১,০০,০০০/- টাকা জরিমানা
৬. কে অ্যান্ড এস ব্রিকস (স্বত্বাধিকারী: মোঃ নাসির উদ্দিন খান, দলাগিলা) – ৩,০০,০০০/- টাকা জরিমানা
অভিযানের সময়:
৬টি ভাটার কাঁচা ইট নষ্ট করা হয়
ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে ফেলা হয়
১টি চিমনিসহ ৬টি ভাটার কিলন এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়
ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়
অভিযানে রাজবাড়ী পুলিশ লাইন, পাংশা থানার পুলিশ, র্যাব-১০ (সি.পি.সি-৩, ফরিদপুর), জেলা আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস, পাংশা, রাজবাড়ী-এর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA