২১ ফেব্রুয়ারি পালনে উদাসীনতা, মাদরাসার বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি ফাজিল মাদরাসা মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির গেট বন্ধ ছিল, জাতীয় পতাকা উত্তোলন বা কালো পতাকা টাঙানো হয়নি। স্থানীয়দের দাবি, এটি দায়িত্বে অবহেলার সুস্পষ্ট উদাহরণ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মাদরাসার দাতা সদস্য মো. সাইফুল্লাহ খান নরসিংদীর জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এর আগে, মাদরাসা কর্তৃপক্ষের এই অবহেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয় এবং স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
মো. সাইফুল্লাহ খান বলেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে মাদরাসায় গিয়ে দেখি গেট তালাবদ্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক শিক্ষককে ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। সরকারি আদেশ উপেক্ষা করে মাদরাসা কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।’
শুধু ভাষা দিবস পালনে উদাসীনতাই নয়, দীর্ঘদিন ধরে মাদরাসাটির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং পরিচালনা কমিটি গঠনে দুর্নীতি সংঘটিত হয়েছে। ২০২৫ সালে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে প্রায় ২৫০ জন ভুয়া ছাত্র-ছাত্রীকে ভোটার হিসেবে দেখানোর অভিযোগও উঠেছে। এসব অনিয়মের তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মো. গাজীউর রহমান বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তিনি পাগল। আমরা দিবসটি যথাযথভাবে পালন করেছি। কেউ চাইলে মাদরাসায় এসে খোঁজ নিতে পারেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম বলেন, ‘২১ ফেব্রুয়ারি পালনের বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দিবস উদযাপনের ছবি ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামীকাল (সোমবার) অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
স্থানীয়রা মাদরাসা কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি এমন অবজ্ঞা না দেখায়।
–রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
–ON/SMA