কচুয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে মারধরের অভিযোগ

মাদক সেবনে বাধাঁ দেয়ায় হামলার শিকার হাসপাতালে চিকিৎসাধীন শারমিন আক্তার।
কচুয়ার দারাশাহী তুলপাই গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সাদ্দাম হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর বাবা গ্রাম পুলিশ মজিবুর রহমান রবিবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, রবিবার সকালে সাদ্দাম হোসেন শারমিন আক্তারের বাড়ির সামনে মাদক সেবন করছিলেন। এতে বাধা দিলে সাদ্দামের নেতৃত্বে হান্নান, বোরহান, শিরিনা, জোসনা, পারভীনসহ কয়েকজন শারমিনকে মারধর করে তার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর তাকে টেনে হিচড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওই নারীর ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA