ঐতিহ্য সংরক্ষণে কচুয়ার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা ১৬টি স্টলে নানা বাহারি পিঠার পসরা সাজিয়ে রাখেন।
শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবের স্টল পরিদর্শন করেন এবং পিঠা ক্রয় করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে এবং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
পিঠা উৎসবে প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক সাইফুল ইসলাম পাটোয়ারী, তাহমিনা আক্তার, আব্দুল মবিন পাটোয়ারী, শাহজাহান হোসেন, আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকারও উৎসবে অংশ নেন।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA