কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ আরমান হোসেন, সদস্য সচিব হিসেবে মোঃ ইদ্রিস আলী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ আরিফ হোসেন কাজল দায়িত্ব পেয়েছেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত চিঠিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলের নেতাকর্মীরা নবনিযুক্ত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA