পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলার সিভিল সার্জন ও একাধিক চিকিৎসকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, সরকারি হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ও ওষুধ কেনাকাটায় স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ ব্যয় করা হয়েছে এবং নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৭ টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, যা হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে যে, অভিযুক্তরা সরকারি অর্থ অপব্যবহার করে হাসপাতালের সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন:
১. ডাঃ মোঃ মিজানুর রহমান – সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, জেলা হাসপাতাল। ২. ডাঃ ফারহানা রহমান – সিনিয়র কনসালটেন্ট (গাইনি)। ৩. ডাঃ মোঃ নিজাম উদ্দিন – আবাসিক মেডিকেল অফিসার। ৪. ডাঃ সুরঞ্জিত সাহা – জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)। ৫. মোঃ আল আমিন গাজী – স্টোরকিপার। ৬. এস এম সামসুল আরেফিন – ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ৭. মোঃ হানিফুল ইসলাম – ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ৮. মোঃ জহিরুল ইসলাম – ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ৯. মোঃ রাশেদুজ্জামান (এরশাদ) – ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
দুদকের দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ৪৬৭ ধারায় এবং দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি অর্থের অপব্যবহার ও নিম্নমানের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান দাবি করেছেন, এই অনিয়ম তার পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সময় ঘটেছে। তবে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দুদকের মামলা দায়েরের পর স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে এবং প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে।
স্থানীয় জনগণ এই ঘটনাকে চরম অনিয়ম হিসেবে দেখছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পাশাপাশি, তারা পিরোজপুরের স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
–নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA