‘মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন’ – হাজীগঞ্জে জামায়াত আমির

চাঁদপুরের হাজীগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ৩টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। তিনি এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘অনেকে বলছেন, মানুষ খেয়ে বেঁচে থাকার জন্য নির্বাচন প্রয়োজন। আমরা বলছি, মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন।’ এছাড়া, তিনি অন্যায়, জুলুম, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, গত ১৫ বছর দেশ ফ্যাসিবাদের কবলে ছিল এবং জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন কোনো কাজ করবো না যাতে শহীদের আত্মা কষ্ট পায়।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা মাজলুম ছিলাম, কেউ যেনো জালেম না হই। কেননা, এদেশে প্রতি বছরই ৫ই আগস্ট আসে।’ তিনি স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে দেশে কোনো নির্বাচিত স্থানীয় প্রতিনিধি নেই, ফলে জনগণের প্রতি কারো দায়বদ্ধতা নেই। তাই দ্রুত স্থানীয় নির্বাচন এবং যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান।
সভায় উপস্থিত সমর্থকরা জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবি জানান এবং এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহাজাহান, সাবেক জেলা আমির আব্দুর রহিম পাটওয়ারী এবং হাজীগঞ্জ-শাহরাস্তি ০৫ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন।
–মোঃ আব্দুর রহমান, হাজীগঞ্জ
–ON/SMA