শেরপুরে বিদ্যালয় কমিটি নিয়ে সংঘর্ষ: অভিভাবক সদস্য নিহত

শেরপুর সদরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হারেজ আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি হরিণধরা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছিলেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চবিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে হরিণধরা গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত শান্তি বজায় রাখতে কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও শনিবার সকালে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবুল ও অ্যাডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মুক্তাসহ অন্যান্য সদস্যরা একটি সভার আয়োজন করেন।
এ সময় অভিভাবক সদস্য হারেজ আলী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সভা আয়োজনের প্রতিবাদ করেন। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হারেজ আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, ‘এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।’
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA