কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও বিএনপি নেত্রী বেবীর সুস্থতায় দোয়া মাহফিল

কচুয়ায় মিলন ও বেবীর সুস্থ্যতায় কামনায় দোয়া ও মোনাজাতর অতিথিবৃন্দ।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার বেবীর সুস্থতা কামনায় চাঁদপুরের কচুয়ায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কাদিরখিল পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও যুবদলের সভাপতি আব্দুর রহিম সরকারের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। একইদিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিক গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার, যুবদলের সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল দরবেশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মসজিদের ইমাম মাওলানা মো. আলাউদ্দিন রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA