কাপাসিয়ায় ইসলামী যুবকল্যাণ সংস্থার বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় ‘ইসলামী যুবকল্যাণ সংস্থা’র উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখ থাকলে ভালো) সন্ধ্যায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রায় দশ হাজার হাফেজ-মাওলানা, ছাত্র-যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপরিচিত ভাষ্যকার ইলিয়াস হাসান ও ওবায়দুল হক এবং মাওলানা মো. মাসউদুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ-সভাপতি আল্লামা আশেকে মোস্তফা দা.বা। সভাপতিত্ব করেন তিনি নিজেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সূরা সদস্য মো. সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, দেলোয়ার জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল্লাহ আল নোমানসহ শেখ এনাম, মাহমুদ হোজাইফা, আবু উবায়দা, আবু রায়হান, তাহসিনুল ইসলাম, তাওহিদ জামিল, শেখ সাঈদ, মোয়াজ, সোমামা মারজু, শিল্পী খান সাহেব প্রমুখ।
কাপাসিয়ার ইতিহাসে এটিই সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দাবি করেন আয়োজকরা। গভীর রাত পর্যন্ত নারী-পুরুষের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজক কমিটি সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজনের আশাবাদ ব্যক্ত করে।
— সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া
–ON/SMA